কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের চাপায় পথচারী নিহত
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিহনের একটি বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে। একইসঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।
সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয় । এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।
যাত্রীরা অভিযোগ করে বলেন, গাড়ির চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলো। আমরা নিষেধ করলেও সে আমাদের কথা শুনেনি।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি