সুলতান পুর হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে রুখলে দেশ পথ হারাবেনা বাংলাদেশ
এই স্লোগান নিয়ে ১৩ আগষ্ট ২০২১ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ১নং কয়া ইউনিয়ন সুলতানপুর হাইস্কুল মাঠে cat's Eye এর আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত খেলায় cat's eye ফুটবল একাদশ বনাম vp boy's ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। উক্ত খেলা ৪-১ গোলে জয় লাভ করেন cat's eye।
খেলাই প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ জুলফিকার হোসেন জুলু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমারখালি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আলি হোসেন।
এসময় প্রধান অতিথি জুলু বলেন ফুটবল খেলা ধারাবাহিকতা বজায় রাখার জন্য তরুণ দের প্রতিনিয়ত এই আয়োজন অব্যাহত রাখতে হবে, এতে তরুণ'রা মাদক মুক্ত হবে এবং পড়াশোনাই মনযোগী হবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি