নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার দুপুরে আড়ুয়াপাড়া শহর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং সাবেক কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্টানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও কুমারখালি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোহাম্মদ, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ এডভোকেট খাদিমুল ইসলাম, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ, জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপল, সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক জিএস আলীমুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর আল আরেফিন বাবু।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
করোনা হেল্প সেন্টার উদ্বোধন শেষে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রিড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।