প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২১, ৭:২৯ পি.এম
ভাই ভাবির উপর ক্ষোভ থেকেই জান্নাতুলকে হত্যা করে ফুপু
ভাই ভাবির উপর ক্ষোভ থেকেই জান্নাতুলকে হত্যা করে ফুপু
কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল খাতুন নামের পাঁচ বছরের এক কন্যাশিশুকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে তার আপন ফুফু।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফুপু জহুরা খাতুন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্সে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত জহুরা খাতুন মিরপুর উপজেলার মশান গ্রামের মৃত শহীদুল্লাহ্ র মেয়ে। এবং নিহত জান্নাতুল খাতুন জহুরার আপন ভাই জাহিদুল ইসলামের কণ্যা।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, কিছুদিন আগে মিরপুর উপজেলার মশান গ্রামের জাহিদুল ইসলামের বোন জহুরা খাতুনের সাথে নিহত জান্নাতুল খাতুনের মা আঁখি বেগমের পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। এরই জেরধরে জহুরা খাতুন তার ভাই ও ভাবির প্রতি ক্ষোভ থেকেই বুধবার বিকেলে জান্নাতুল খাতুনকে কৌশলে ডেকে তার রান্না ঘরে নিয়ে ধারালো বটি দিয়ে কুপিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে প্লাস্টিকের ব্যাগে ভরে লাশ গুম করতেই মাঠের মধ্যে রেখে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়
এ ঘটনায় নিহতের ফুপু জহুরা খাতুনকে আটক করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হবে।
জান্নাতুল ফেরদৌসের মা আখি খাতুন জানান, আমার ননদ আমার মেয়েকে জবাই করে হত্যা করেছে। মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবী করে তিনি বলেন, আমার বুক খালি করেছে আপন আমার আপন ননদ। আমি তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি