কুষ্টিয়ায় করোনার গণটিকা কার্যক্রম শুরু হলেও কমেনি হাসপাতালে টিকা গ্রহণকারীদের চাপ
কুমারখালীতে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হলেও কমেনি হাসপাতালে টিকা গ্রহণকারীদের চাপ। সোমবার সকাল থেকেই দেখা যায় হাসপাতাল চত্বরে মানুষের উপচে পরা ভীড়। মানছেননা স্বাস্থ্য বিধি। পুরুষ ও মহিলাদের একই বুথে প্রদান করা হচ্ছে করোনার টিকা।
গত ৭ জুলাই সারা দেশের ন্যায় কুমারখালীতে গণটিকা প্রদান করা হয়। সেদিন পৌরসভার অনেক টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণকারীদের উপস্থিতি তেমন লক্ষ করা না গেলেও ইউনিয়ন পর্যায়ে লোকসমাগম ছিলো চোখে পড়ার মতো। প্রতিদিন উপজেলার শহর ও শহরতলীর শতশত লোক ভীড় জমাচ্ছে হাসপাতালে টিকা গ্রহণের জন্য। প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ প্রদানের কারনে পরিস্থিতি চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান বুথ আলাদা আছে অনেক সময় স্বামী স্ত্রী একই সাথে লাইনে দাঁড়াচ্ছে টিকা নেবার জন্য। টিকা গ্রহণকারীদের সংখ্যা অতিরিক্ত হবার কারনে কোনভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা।