কুষ্টিয়া সদর উপজেলা ১নং হাটশ হরিপুর ইউনিয়নের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ ৭ই আগষ্ট সকাল ৯.০০ঘটিকার সময় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে ৩ টি বুথে টিকা কার্যক্রম শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সম্পা মাহমুদ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- এম মিলন মন্ডল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও স্হানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাএলীগের নেতা কর্মী। টিকা কার্যক্রম উদ্বোধনে এম সম্পা মাহমুদ বলেন -মাননীয় প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্তের কারনেই আজ আমরা ইউনিয়ন পর্যায়ে মানুষকে টিকার আওতায় আনতে কার্যক্রম শুরু হলো।এবং কুষ্টিয়ার ৩ আসনের সংসদ সদস্য জনাব মাহবুব উল আলম হানিফ মহাদয়ের নির্দেশনায় আমরা করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছি। আশা করি এই করোনা মহামারি থেকে আল্লাহ সকলকে হেফাজত করবেন।
হাটশ হরিপুর ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক শামীম রুমী বলেন – আমরা হাটশ হরিপুর ইউনিয়ন ছাএলীগ করোনার টিকা কার্যক্রম এর সহযোগিতার জন্য ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি করে টিকা নিতে আসা ব্যাক্তিদের সহযোগিতা ও সেবা দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন করোনা মোকাবেলায় কুষ্টিয়া জেলা ছাএলীগ যে সবা দিয়ে যাচ্ছে তা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্হাপন করেছে।