মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ার মিরপুরে ৪৪০ বস্তা অবৈধ সার জব্দ অবৈধ ফিটনেস বিহীন ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়ে অঙ্গহানীর শঙ্কায় -বাসার মিরপুরে স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় ০৫ জন পলাতক আসামি গ্রেফতার। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে: সাবেক এমপি শহীদুল ইসলাম আমি নেতৃত্ব দিয়েই কুষ্টিয়া থানা ভাঙছি’ এটা আমার আবেগী বক্তব্য -মাজেদ দৌলতপুরের ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বহিষ্কার শিক্ষক লাঞ্ছিত হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষনা বৈষম্য বিরোধীদের চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন -মাজেদ কুমারখালি দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৫
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

প্রেমের টানে ঘর ছাড়লেন প্রবাসীর স্ত্রী

কুষ্টিয়া অফিস / ২০৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৭:৩৩ অপরাহ্ন

গৃহবধু লিখনী কুষ্টিয়া শহরের কারিশংকরপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো: আজিম এর (২৮) স্ত্রী। একই উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের সাদেক আলীর মেয়ে। লিখনী খাতুনের সাথে গত ২ বছর আগে পারিবারিকভাবে মো: আজিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

গত ১৮ই জুলাই মায়ের বাড়ি থেকে তার পরিচ্ছেদ্দ্য পোশাক ও সাথে ১০ লাখ টাকা এবং
৪ (চার) ভরি সোনার সহ লিখনী খাতুন হরিশংকরপুর গেট মসজিদ এলাকার মো: সলিম এর ছেলে শাকিব (২০) এর সাথে অজানার উদ্দ্যেশ্য পাড়ি দেন।
এ ঘটনায় প্রবাসী আজিমের ভাই মো: মাসুদ পারভেজ ২২ জুলাই বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তুলে ধরা হল:- বিনিত নিবেদন আমি মো: মাসুদ পারভেজ (৪৬) পিতা:মো: সামসুদ্দিন ,সাং কালিশংকরপুর ,সদও কুষ্টিয়া। এই মর্মে আপনার থানায় হাজির হইয়া লিখিত অভিযো দায়ের করেতেছি যে, বিবাদী ১. লিখনী খাতুন(২০),পিতা: মো: সাদেক আলী, সাং মোল্লাতেঘরিয়া,থানা ও জেলা কুষ্টিয়া। ২.শাকিব(২০) পিতা,মো: সলিম (৫০), ৩. মোছা. সেলিনা ওরফে হ্যালো(৪০), স¦ামী.মো: সলিম, ৪. সলিম (৫০) পিতা.তৈয়ব শেখ, সর্র্ব সাং হরিশংঙকরপুর গেট মসজিদ সংলগ্ন কুষ্টিয়া সদর কুষ্টিয়া। ৫. বিথি খাতুন(২৫) পিতা.মো: সলিম ,সাং মাল্লাতেঘরিয়া,থানা ও জেলা কুষ্টিয়া। আমার ছোট ভাই মো: আজিমের সহিত ১নং বিবাদীর গত দুই বছর পূর্বে বিবাহ হয়। বিাহের দেড় মাস পর আমার ছোট ভাই মো. আজিম দেশের বাহিরে চলে যায়্ । বর্তমানে সে দেশের বাহিওে আবস্থান করছে । আমার ভাই বিদেশে থাকা অবস্থায় ১নং বিবাদী তার মায়ের বাড়িতে থাকা শুরু কওে এবং মাঝে মাঝে আমাদেও বাড়িতে আসতো। এরই জের ধওে গত ১৫-৭-২০২১ ইং তারিখে আমাদেও বাড়িতে আসেম এবং ১৮-৭-২০২১ ইং তারিখে আমাদেও বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যায় রএবং যাওয়ার সময় তার সাথে একটি ব্যাগ নিয়ে যায়। অতপর গত ২০-৭-২০২১ ইং তারিখ আনুমানিক সন্ধা ৬ টার দিকে আমার ভাই আজিম বিদেশ থেকে আমাকে ফোন কওে জানাই ১নং বিবাদী ২নং বিবাদীর সাথে ৩,৪ ও নং বিবাদীর সহযোগীতায় ১নং বিবাদীর বাবার বাড়ি হইতে পালিয়ে গেছে এবং আরও জানায় বিবাহের পর হইতে ১নং বিবাদীকে গচ্ছিত নগদ ১০ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণেও গহনা নিয়ে পালিযে যায়্ তখন আজিমের সাথে পবিারের অনান্য সদস্যদের আরোচনায় বিবাদীদের বিরুদ্ধে আপনার থানায় একটি লিখত অভিযোগ দায়ের করিলাম। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা জানান, আমরা লিখিত অভিযো পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর