কুষ্টিয়া বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কয়া ইউনিয়ন বানিয়াপাড়া গ্রামের আকমল বিশ্বাসের পুত্র আব্দুল মান্নান (৫৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকাল ৬টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।