শিল্প কলকারখানা খোলার ঘোষণায় কুমারখালী থেকে ঢাকামুখী মানুষের জনস্রোত
আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার ঘোষণায় কুষ্টিয়ার কুমারখালী থেকে শত শত মানুষ বিভিন্ন ভাবে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। শনিবার ভোড় থেকে শুরু হয়েছে কুমারখালী থেকে ঢাকা যাবার প্রতিযোগিতা।
দুরপাল্লার বাস বন্ধ থাকায় ভোড় থেকেই শত শত মানুষের মাইক্রোবাস, প্রাইভেট কার, সিনএনজি, অটোরিকশা, নসিমন ও মোটরচালিত ভ্যানে গাদাগাদি করে যেতে দেখা যায় ঢাকার উদ্দেশ্য। এসময় কেউই মানছেনা স্বাস্থ্যবিধি। অপরদিকে ডাবল ভাড়া হাঁকলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকামুখী মানুষের। কয়েকজন জানান দৌলতদিয়া পর্যন্ত মাথাপিছু ৫ শত টাকা ভাড়া নেয়া হচ্ছে সিএনজি, মোটরচালিত ভ্যান ও অটোরিকশায়।