“মোদের গ্রাম”
মুশারফ…..✍
——————————–
মোদের এই ছোট্ট গ্রাম জুড়ে
ঘিরে আছে সুন্দরে,
যদি কেহ দেখো গো ঘুরে ফিরে
প্রাণটি যাবে জুড়ে ।
ডানে বামে পদ্মা গড়াই
পশ্চিমে মোহনা,
মাঝে রুপের গ্রামটি মোদের
হয়না তার তুলনা।
দরগা তলায় মিলন মেলায়
হাঁসি আনন্দে ভরা
একটু খানি এগিয়ে গেলেই
পদ্মা স্রোতধারা।
খেলছে খেলা নবীন তরুণ
কর্মজীবী সবে,
একই আশা সবার মনে
গাড়ি বাড়ি হবে কবে।
সুখে দুখে সবাই সবার
পাশে আসে ছুটে,
বুকে বুক সমান হয়ে
হিংসা কোন্দল নাই মোটে।
আমাদের এই গ্রামটির নাম
হাটশ হরিপুর
সবাই যেন আছে সুখে
আনন্দে ভরপুর।