বুধবার (২৮ জুলাই) দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজ নগর গ্রামে (৭ নং ওয়ার্ডে) তাজিয়া মিছিলের কমিটি তৈরি করা কেন্দ্র করে ভাতিজা দিরাজ খাঁ এর হাতে চাচা রিয়াজ খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে স্বপন খাঁসহ (৪৫) আরও কয়েকজন আহত হন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, ‘বুধবার রাতে ধর্মীয় বিষয়ে তর্কের একপর্যায়ে ভাতিজা তার হাতে থাকা অস্ত্র দিয়ে চাচাকে কুপিয়ে হত্যা করে।’
স্থানীয়রা জানান, স্থানীয় রিফিউজি পাড়ায় তাজিয়া মিছিলের নেতৃত্ব দিতেন নিহত রিয়াজ খাঁ। তার বয়স হয়ে গেলে তিনি কমিটি থেকে পদত্যাগ করে নতুন কমিটি গঠন করার জন্য বুধবার রাতে মিটিংয়ে বসে। সভায় রিয়াজ খাঁ একজনকে সভাপতি নির্বাচিত করে। কিন্তু তার ভাতিজা দিরাজ খাঁ নিজেকে সভাপতি বলে দাবি করে চাচার সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে দিরাজ খাঁ এর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে চাচা রিয়াজ খাঁকে কুপিয়ে আহত করে।
এ সময় রিয়াজ খাঁ এর ছেলেও আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াজ খাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
পরিবার থেকে জানানো হয়, মামলার প্রস্তুতি চলছে। বুধবার রাতেই মামলা করা হবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি