"আতঙ্ক"
মুশারফ....✍
--------------------------
অবাক হইলাম সেদিন শুনে,
নতুন রোগে ধরেছে চিনে।
অবাদে যাচ্ছে মানুষ মরে
সব চিকিৎসা চেষ্টা হেড়ে।
শিড়রে উঠিলো মন,
যদি আমাদেরও দেশে,নরকের বেশে এসে
না জানি-কেড়ে নেই কত জন?
সত্যি হইলো তাই!
এক এক করিয়া,নিরবে ধরিয়া
আজ কোনো নিরাপদ নাই।
পুরো দেশটি জুড়ে,
মৃত্যুর মিছিলে গেছে ভরে
জেলা শহর গ্রাম জুড়ে আজ
যাচ্ছে আপনজন ছেড়ে।
ব্যাথীত হ্রদয় কাঁদে নিরবে
নিজ হারাবার ভয়ে,
কখন জানি,হয়ে অভিমানী
হারাবো মরণের ফাঁদে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি