রাত-দিন কঠোর পরিশ্রম করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবকরা। কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় ফোন করলেই মিলবে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা। হটলাইন নম্বর – ০১৭১৯৩৬১০৯৯,০১৮১৮৩১৮৭৬৪ অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন ও এসএফএ এর যৌথ উদ্যোগে আমাদের সেবাসুমহ পরিচালিত হচ্ছে –
১. ৩০ টি অক্সিজেন সিলিন্ডার ও ১টি অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা।২. অক্সিজেন স্যাচুরেশন লেভেল পরীক্ষার জন্য ১৫০ টি অক্সিমিটার।৩. ২০০ জনের মতো স্বেচ্ছাসেবকরা সুরক্ষা সামগ্রী নিয়ে কাজ করছে।৪.হাসপাতালে করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবক টীম। যারা সহযোগিতায় পাশে দাড়িয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সচেতন হউন, স্বাস্থ্য বিধি মেনে চলুন।
ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান
আহবায়ক,
অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন প্রধান সমন্বয়ক,
বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা প্রকল্প। ০১৭৩০৭৯৪৮১৬