কুষ্টিয়া পুলিশ লাইন্সে ঈদ-উল-আযহা'র নামাজ ও প্রীতিভোজের আয়োজন
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইন্স, কুষ্টিয়া জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা'র জামাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জেলার সকল অফিসার, ফোর্স ও স্থানীয় মুসল্লীদের সাথে ঈদ-উল-আযহা'র নামাজ আদায় করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্য ও উপস্থিত মুসল্লীদের ঈদ-উল-আযহা'র শুভেচছা ও ঈদ মোবারক দিয়েছেন। এ সময় তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ-উল-আযহা সকলের জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা করেন।
পরবর্তীতে বুধবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মেসে ঈদ-উল-আযহা উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের প্রধান অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন। এ ছাড়াও পুলিশ লাইন্স মেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া, মোঃ ইদ্রিস আলী, যুগ্ম পরিচালক, এনএসআই, মোঃ রাখিবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ, শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই, কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া) ও কুষ্টিয়া পুনাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রীতিভোজে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক ও ধন্যবাদ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ কুষ্টিয়া পুলিশ লাইন্সের সকল র্যাংকের অফিসার ও ফোর্স।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি