বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার আরো ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে।আজ সোমবার রাত সাড়ে নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এ টিকা। বিমানবন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে উপহারের এ টিকা তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোঅ্যান ওয়াগনার।