কুষ্টিয়ার জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের মজলিশপুর গ্রামের অজের ফকিরের পুত্র রফিকুলের ২টা গরুকে গোয়াল ঘর থেকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এ ঘটনা ঘটেছে ১৪-০৭-২০২১ বুধবার দিবাগত রাতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মেরে ফেলে। সকালে রফিকুলের স্ত্রী গোলল ঘরে যেয়ে দেখে গরু দুটি মরে পড়ে আছে। গত কয়েক দিন আগে গরু ব্যবসায়ীরা এক লক্ষ সাতষট্টি হাজার টাকা দরে দুটি গরু ক্রয় করেন এবং ঢাকার নিয়ে যাবে তাই কদিন তার বাড়িতে রাখার শতে গরু দুটি ক্রয় করেছিল। এ ব্যাপারে মিরপুর থানায় অবগত করেন। এ সংবাদ পেয়ে চিথলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গিয়ার উদ্দিন পিস্তল, মেম্বর ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ দেখে যান। এবং তীব্র নিন্দা করেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি