জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশ ও তত্ত্বাবধায়নে এসআই(নিঃ)/লিটন কুমার বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া দৌলতপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ডাংমড়কা বাজারস্থ “সুমাইয়া আটোস” নামক মোটর সাইকেল গ্যারেজের সামনে একজন ব্যক্তি Tapentadol ট্যাবলেটের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/লিটন কুমার বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ ইং-১৪/০৭/২০২১ তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া মোটর সাইকেল রেখে কৌশলে পালানোর চেষ্টাকালে উক্ত গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ তোফাজ্জেল হোসেন (৪২), পিতা-মৃত আতর মন্ডল, সাং-মহিশকুন্ডি (মাঠপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ধৃত করে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করিয়া ১৮২ (একশত বিরাশি) পিচ হালকা কমলা রংয়ের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করিয়া বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এতদ সংক্রান্তে দৌলতপুর থানার মামলা নং-১৭ তারিখ তারিখ-১৪/০৭/২০২১ রুজু করা হয়। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত।