ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদের 'মা' করোনায় আক্রান্ত
অঙ্গীকার ডেস্ক।। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবরারের ছোট ভাই ফাইয়াজ আবরার।
বুধবার দুপুরে ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে ফাইয়াজ লেখেন, ‘আম্মু আর আমার মামি গত পরশু করোনা টেস্ট করান। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। যদিও তাদের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া আছে। তবে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তারা সুস্থ আছেন। আমারও গতকাল থেকে জ্বর আর কাশি আছে। বাবা আর মামার তেমন কোনো লক্ষণ নেই। সবাই দোয়া করবেন প্লিজ আমাদের জন্য। কুষ্টিয়ার অবস্থা খুবই খারাপ। নিজেরা সাবধানে থাকবেন।
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ২০১৯ সালের ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।
এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।
নৃশংস এ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এর পর চার্জশিটভুক্ত ২৫ আসামিসহ মোট ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি