মাস্ক পড়ি, নিরাপদে থাকি।
সাস্থ্যবিধি মেনে চলি স্লোগানকে সামনে রেখে করোনা সচেতনতার কর্মসুচির অংশ হিসেবে কুমারখালী নাগরিক পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বেলা ১১ টায় পাবলিক লাইব্রেরি দ্বিতীয় তলায় নাগরিক পরিষদের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমারখালি সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মো: শরিফ হোসেন।
বক্তব্য রাখেন কুমারখালি নাগরিক পরিষদের সভাপতি মো: আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি এটি এম আবুল মনসূর মজনু, বুলবুল টেক্সটাইল এর পরিচালক মো: রফিক, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, রানা টেক্সটাইল এর মাসুদ রানা, মহিলা পরিষদের হোসনে আারা রুবী,ইশরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হাসান মানু,বীর মুক্তিযুদ্ধা চাঁদ আলী, কুমারখালি সরকারি কলেজের প্রভাষক রাসেল মোশাররফ চৌধুরী,সাংবাদিক এম এ ওহাব প্রমুখ।মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শনিবার কুমারখালি শহরে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।