নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসএসি পরীক্ষা
অঙ্গীকার ডেস্কঃ ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে এইচএসএসি পরীক্ষা।
**এসএসসি পরীক্ষা নেয়া হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
** অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।
** এসএসসিতে গ্রুপভিত্তিক বিষয় মূল্যায়ন হবে!
** এসএসসিতে আবশ্যিক বিষয়ের মূল্যায়ন হবে না।
করোনা পরিস্থিতির অনুকূল হলে সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের নভেম্বরের ২য় সপ্তাহে SSC ও সমমান এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে HSC ও সমমান পরীক্ষা নেয়া হবে
পরীক্ষা নেয়া সম্ভব না হলে আগের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে(নম্বরের ভিত্তিতে) ফলাফল দেয়া হবে!
বাংলা ,ইংরেজী ,আইসিটি তে এক্সাম হচ্ছে না ।সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে রেজাল্ট ।
** আপাতত ফিজিক্স ,কেমিস্ট্রি ,(ম্যাথ /বায়োলজি) এর এসাইনমেন্ট দেবে । যেগুলো পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হবে । কলেজের টিচাররাই এই এসাইনম্যান্ট মূল্যায়ন করবেন বোর্ড এর নির্দেশনা অনুযায়ী ।
** নভেম্বর ,ডিসেম্বরে ফিজিক্স ,কেমিস্ট্রি, ম্যাথ ,বায়োলজি এর সংক্ষিপ্ত পরীক্ষা । নম্বর+ সময় দুইটাই হ্রাস পাবে । পরীক্ষা হলে পরীক্ষার ভিত্তিতে এই বিষয়গুলার রেজাল্ট ।
** পরীক্ষা না নেয়া সম্ভব হলে সাব্জেক্ট ম্যাপিং এর ভিত্তিতে রেজাল্ট । তবে বোর্ড সামগ্রিক এসাইনম্যান্ট মূল্যায়ন সন্তোষজনক মনে করলে এসাইনমেন্ট থেকে কিছু নম্বর যোগ করতে পারে । তবে দিন শেষে সাব্জেক্ট ম্যাপিং অর্থাৎ অটো পাশ ।
#এসএসসি_২১: ৩ টি নির্বাচনী বিষয়ের ওপর ১২ সপ্তাহে ২৪ টি এসাইনমেন্ট।
#এইচএসসি_২১: ২৬ জুলাই থেকে ৩ নির্বাচনী বিষয়ের ৬ পত্রের ওপর ১৫ সপ্তাহে ৩০ টি এসাইনমেন্ট। আবশ্যিক বিষয় (বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত), চতুর্থ বিষয়গুলো পূর্বের বোর্ড পরীক্ষা থেকে মূল্যয়ন করা হবে।
— মাননীয় শিক্ষামন্ত্রী দিপুমনি