অঙ্গীকার ডেস্কঃ কঠোর লক ডাউন শিথিল হতে পারে কিন্তু মাসিক পরিধানের কোন বিকল্প নেই, শহরে কঠোর লকডাউনের শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার
কঠোর লক ডাউন সাময়িক শিথিল হতে পারে কিন্তু কঠোর স্বাস্থ্য বিধিতে শিথিলতা নেই। নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। মাস্ক পড়ুন, নিজে বাঁচুন আর অন্যকে বাঁচান।
সবাইকে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানানোর সময় ভেড়ামারায় সামাজিক সচেতনতা মূলক প্রচারণা মূলক বক্তব্যে স্থানীয় প্রশাসনের পক্ষে উপরোক্ত কথাগুলো বলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।
আজ লকডাউনের শেষদিনে দিন ব্যাপি ভেড়ামারা শহরের অলিত গলিতে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকার পাশাপশি সক্রিয় ছিল ভ্রাম্যমান আদালত।
স্বাস্থ্য বিধি না মানায় ৩ মামলায় ২ হাজার ২শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আগামীকাল থেকে দোকানপাট খুলছে তাই দোকানদারদের উদ্দেশ্যে তিনি বলেন, মাস্ক ছাড়া কোনো ক্রেতা সেবা পাবেননা। নো মাস্ক নো সার্ভিস। মাস্ক নেই তো সেবা নেই।।