কুষ্টিয়া বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামের এক গরিব কৃষককে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। আহত ওই কৃষকের নাম মজিবর রহমান (৫০)। মঙ্গলবার বরিয়া টাকিমারায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরিয়া টাকিমারার ফাঁকা মাঠে গরু চরাচ্ছিলেন কৃষক মজিবর। গত ধানের বোরো মৌসুমের পর পরিত্যক্ত মাঠে এবার প্রচুর ঘাস হয়েছে। তাই কৃষকরা মাঠেই বেশি গরু চরাচ্ছে। মাঠে সকল কৃষক যে যার মতো গরু খাওয়ালেও বাধা হয়ে দাঁড়িয়েছে বরিয়া গ্রামের কুতপয় বখাটে যুবক। তারা মাঠের ঘাস তাদের গরু ছাড়া আর কারো গরুকে খাওয়াতে দিতে রাজী নয়। তাই অন্য কৃষকদের মাঠে গরু দাড়াতে দিচ্ছেনা তারা। ওই এলাকার কৃষকরা জানায়, কুষ্টিয়ার বরিয়া মাঠে ওই এলাকার ইব্রাহিমের ছেলে এনামুল, সাইদুল টুকু, জাহাঙ্গীর, আলমগীর নওশরের ছেলে তারিখ।।
তারা তাদের মাঠে অন্য গরুকে ঘাস না খাওয়ানোর জন্য এলাকার কৃষক মজিবরসহ অন্যদের নিষেধ করে। মজিবর মাঠে ঘাস খাওয়ানোই তারা সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে মাঠে আসে । তারা কৃষক মজিবরকে বেদম মারপিট করে। এমতাবস্থায় মাঠের লোকজন এসে মজিবরকে উদ্ধার করে। কৃষক মজিবর রহমান জানান ; আমি গরিব মানুষ মাঠে কাজ করে ও গরু পালন করে তার সংসার চলে। মাঠে গরু চরানোর কারণে ওই সকল দুস্কৃতকারীরা আমাকে মারধর করেছে। হত্যার হুমকীও দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আহত মজিবরের স্ত্রী জানান, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভূগছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি