কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মোঃ তৌকির মালিথা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। (১০) জুলাই সন্ধ্যা ০৭:৩০ মিনিটের সময় হত্যার ঘটনা ঘটে। মৃত তৌকির মালিথা, কয়া আবাসনের মালিথা পাড়ার বাবলু মালিথার পুত্র।
নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, তৌকির মোবাইল মেকারের কাজ করে। শনিবার সন্ধ্যার দিকে বিল্লু মোবাইল শারতে আসে এই সময় তৌকির বলে এখন লকডাউন চলছে দোকান খোলা যাবে না। কথা কাটাকাটির একপর্যায়ে, আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) ও তার বোন মোছাঃ জুথী খাতুন (২২) ছুরি দিয়ে তৌকিরের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তৌকিরের মৃত হয়। ভ্যান যোগে তৌকিরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান বিল্লু মাদকাসক্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল মেরামত কে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি