
কুষ্টিয়ায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ত্রাণ ও মাক্স বিতরণ করা হয়।
০৯ জুলাই ২০২১ শুক্রবার বাদ জুম্মা শহরের বাবর আলী গেট (চামড়াপট্টি) এলাকায় এই মাক্স ও ত্রাণ বিতরণ করা হয়। জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু এই ত্রাণ ও মাক্স বিতরণ করেন। উক্ত ত্রাণ ও মাক্স বিতরন কালে এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, করোনার কারণে দেশের খেটে খাওয়া মানুষগুলো আজ খাদ্য সংকটে পড়েছে। এসময় সকল রাজনীতিবিদ ও বিত্তবানদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, ছাত্রদল নেতা ইনসান হোসেন মুরসালিন, আবদুল্লাহ আল নোমান, সময় শেখ রিত্তিক প্রমুখ।
