প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২১, ৩:২৯ পি.এম
“করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় BiPAP মেশিন দিলো বেসরকারী উন্নয়ন সংস্থা দিশা”
দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায় সংক্রমন ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। এ প্রেক্ষিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। করোনা চিকিৎসার সরঞ্জামাদির অপ্রতুলতায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান দিশা বরাবরের মত এগিয়ে এসেছে করোনা চিকিৎসা সহায়তায়।আজ সকালে কোভিড ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক এর নিকট দিশার পক্ষ হতে ৫ টি এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার পক্ষ হতে ৫ টি মোট ১০ টি BiPAP মেশিন প্রদান করেন দিশার নির্বাহী পরিচালক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব মো: রবিউল ইসলাম। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: এস এম মুসতানজিদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: দেলদার হোসেন ও দিশার ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। BiPAP মেশিন গ্রহণ করে হাসপাতালের ততত্ত্বাবধায়ক বলেন, এই মেশিন জটিল করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করে মৃত্যুহার হ্রাসে সহায়ক হবে এবং করোনা চিকিৎসাকে আরো বেগবান করবে। ইতিপূর্বেও করোনাকালীন সময়ে দিশা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসনের ব্যবস্থা করেছিলো বলে তিনি দিশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের এই ক্রান্তিলগ্নে দিশার মত অন্যান্য প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ বলে স্বাস্থ্য সংশ্লিষ্ট উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। দিশার নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দিশার জন্ম হওয়ায় ভবিষ্যতেও দিশা মানব কল্যাণমুখী কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করবে। উল্লেখ্য করোনার শুরু থেকেই অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণসহ নানাবিধ কল্যাণমূখী কাজ করে চলেছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি