কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ ইয়াছির আরাফাত মহোদয়ের তত্ত্বাবধানে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমানের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশ ইং- ০৬/৭/ ২০২১ তারিখ দিবাগত রাতে ভেড়ামারা থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে ভেড়ামারা থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলার পলাতক আসামী মোঃ শান্ত (২০), পিতা মোঃ ছাজিম আলি, গ্রাম- বাহাদুরপুর (কাজীপাড়া) থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। উক্ত আসামি ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য যে, গত ০৫/০১/২০২১ খ্রি: আসামি শান্ত (২০) ভেড়ামারাধীন বাহাদুরপুর ইউপি এলাকার জনৈক নারীর গোসলের অর্ধনগ্ন ভিডিও মোবাইলে ধারন করার অপরাধে তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, নারীর সম্মানহানি হয় এমন অপরাধীদের বিরুদ্ধে ভেড়ামারা থানা পুলিশ অত্যন্ত কঠোর।