প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২১, ১:৫৯ পি.এম
করোনার সনদ জালিয়াতি রাজশাহীতে তিনজনকে গ্রেফতার
করোনার সনদ জালিয়াতি করে বিদেশগামী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীতে তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- তারেক আহসান, রফিকুল ইসলাম ও সামসুন্নাহার শিখা। এদের মধ্যে তারেক আহসান সিভিল সার্জন অফিসের অফিস সহকারী ও রফিকুল ইসলাম বক্ষব্যাধি হাসপাতালের গাড়িচালক।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতরা বিদেশগামীদের করোনা পরীক্ষার মিথ্যা পজেটিভ রিপোর্টের খবর দিয়ে, তা নেগেটিভ করে দেওয়ার কথা বলে টাকা নিতো। যদিও নমুনা পরীক্ষায় তারা নেগেটিভ ছিলেন। প্রায় চার মাস থেকে তারা প্রতারণা করে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ও তার স্ত্রী সামসুন্নাহার শিখাকে গ্রেফতার করে। পরে সিভিল সার্জন অফিসের কর্মচারী তারেক আহসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়ে
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি