সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুষ্টিয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যাক্তিত এস.এম সুমনের নামে মিথ্যা ও ভিত্তিহীন মানহানিমূলক পোস্ট করায়, একাধিক নিউজ মিডিয়ার আইডি কার্ড নকলকারী ও নারীলোভী প্রতারক ইয়ামিন হাসান শুভ ও কুষ্টিয়ার স্থানীয় ফ্যাশান শো রুমের কর্মচারী এস এম রুবেল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জানাগেছে দেশের জনপ্রিয় টেলিভিশন সময় টিভির আইডি কার্ড সহ একাধিক নিউজ মিডিয়ার আইডি কার্ড নকল করে দিনের পর দিন ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন বিষয় পোস্ট করে ব্লাকমেইলের মাধ্যমে প্রতরনা করে আসছেন কুষ্টিয়ার পোড়াদহ এলাকার জান মোহাম্মদের ছেলে শুভ। তথ্যসুত্রে আরও জানা যায় গত ৪ জুলাই রোববার রাত ৯ টা ১১ মিনিটের সময়, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের হিজরাখ্যাত ইয়াবা ব্যাবসায়ী ও আইডি কার্ড নকলকারী, প্রতারক শুভ তার নিজ ফেসবুক আইডি ( Id Name: Suvo & Id Link: https://www.facebook.com/suvo.khan.671) থেকে, কুষ্টিয়ার পরিচিত মুখ সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত এস.এম সুমনের নামে বিভিন্ন ফেসবুকে গ্রুপে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট করে অপপ্রচার চালিয়ে ব্লাকমেইল করতে থাকে এই প্রতারক। বিষয়টি জানতে পেরে প্রতারক শুভ ও স্থানীয় গে মাষ্টার রুবেল চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক গ্রুপে মিথ্যা তথ্য ও বানোয়াট ভিত্তিহীন পোস্ট করায় মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে পদক্ষেপের জন্য অভিযোগ দায়ের করেছেন কুষ্টিয়ার সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত এস,এম সুমন। এপ্রসঙ্গে এস.এম সুমন জানান, আমার নামে প্রতারক ও নারীলোভী শুভ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ন মিথ্যা, আমি চ্যালেন্জ করে বলতে পারি যদি এই অপপ্রচারের সঠিক প্রমান দিতে পারে, আমি পুরুস্কৃত করবো। তাই অহেতুক আমাকে হেয়প্রতিপন্ন করায় আইনী ব্যাবস্থা নিবো। এছাড়াও এই অপপ্রচারে দেশের বিখ্যাত অভিনেতা আহমেদ শরীফের ছবি ব্যাবহার করায় তার পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্যও যোগাযোগ করা হবে বলে জানান তিনি। অভিযোগের নেই শেষ! কখনো সংগঠক, কখনো মানবাধিকার কর্মি আবার কখনো চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের অত্যান্ত ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছেন একের পর এক অপকর্ম। অতিষ্ট হয়ে পড়েছেন ভুক্তভোগী রা। নিজ ফায়দা কায়েমের লক্ষ্যে প্রতারক ইয়ামিন হাসান শুভকে, পল্লীকণ্ঠ নামে একটি পোর্টাল খুলে দেওয়ার অভিযোগও রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের নামে। এদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রতারক শুভর ব্লাকমেইলের শিকার ভুক্তভোগী বলেন যারা এধরনের মিথ্যা অপবাদ ছড়িয়ে, সামাজিক মান মর্যাদা নস্ট করে দেয় বিভিন্ন মানুষের । তারা মানুষ নয় তারা হচ্ছে ভয়ংকর রুপধারন কারী। তিনি আরও জানান প্রতারক শুভর বিরুদ্ধে ভয়ানক মাদক ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে। যার ফলে ধংস্য হচ্ছে তরুন যুব সমাজ। তাই এসকল অপকর্ম কারী দেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি ।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি