কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানাতে টানা ২৬ দিনের কঠোর বিধিনিষেধ চলমান থাকলেও করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, বরং দিন দিন তা ভয়ংকর রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন ও ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৪৩ জনের নমুনা নমুনা পরীক্ষায় এই শনাক্তের হার বেড়ে ৩১.২২ শতাংশ হয়েছে। এই সময়ে ১২৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
জানা গেছে, শনাক্তদের মধ্যে সদরে ৬২ জন, সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪২ জন এবং কুমারখালীতে ৫৯ জন রয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৭৮ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা ডেটিকেডেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮৯ জন রোগী। এর মধ্যে ২০২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
Post Views: 57