প্রকৃতির কাছে পরাজিত উন্নত প্রযুক্তি। সম্পদ আজ অর্থহীন মহামারির কাছে। বিশ্ব-শাসন করা মারণাস্ত্র আজ নিরব দর্শক। চিন্তামুক্ত নয় ধরনীর পশু-পাখি। দ্বারে দ্বারে মৃত্যু দূতের কড়াঘাত, নিস্তব্ধ রাজপথে বাঁধাহীন এ্যাম্বুলেন্সের চলাচল, তাই মসজিদের মিনারে আজ মৃত্যুর সংবাদ।
রুগীদের পাশাপাশি দুঃচিন্তায় কাটছে সুস্থ মানুষের নির্ঘুম রাত। কখনও যে স্রষ্টার কথা ভাবেনি, সেও স্রষ্টার সাহায্যরত। প্রার্থনা আজ উপাসনালয়ে। প্রতিদিনের মৃত্যুর সংখ্যা জানতে সংবাদ পাঠিকার শাড়ির নীল রং আজ অচেনা। জীবন থেকে ঝড়ে চলেছে সরাসরি চাকরির মেয়াদ। অনিশ্চিত বেকার, চাকরিহীন মানুষের জীবন। শিক্ষাঙ্গনে ভূতের আড্ডা। অভিভাবক আর শিক্ষামন্ত্রীর চোখের নিচে কালি পড়ছে অনিশ্চিত শিক্ষাব্যবস্থার দিকে চেয়ে।
তবুও মানুষের উচ্চাকাঙ্ক্ষার স্বপ্ন থেমে নেই। থেমে নেই হত্যা, ধর্ষণ আর নিষিদ্ধ গলিতে উঁকি দেওয়া। থেমে নেই সুদ-ঘুষ, দুর্নীতি আর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সম্পদ চুরি করে পাহাড় তৈরি করার স্বপ্ন। থেকে নেই নিজেকে আকর্ষণীয় করে অন্যের সামনে উপস্থাপন করে টাকা উপার্জনের পথ। থেমে নেই ধর্মের নামে ব্যবসা আর মুখোশ পরে সমাজে সাধু সেজে থাকার প্রবণতা।
চোখের সামনে যখন মৃত্যুর মিছিল, আকাশে-বাতাসে ধ্বনিত হয় মৃত্যুর সংবাদ, তখনও কি পাষাণ হৃদয়ে বিবেক কড়া নাড়ে না, ক্ষণিকের এই পৃথিবীতে আর সম্পদ নয়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মোকাবেলা করবো এই মহামারিকে। আর কত সমস্যার মুখোমুখি হলে তোমার বিবেক খুলবে। আর কতটা শোষণ-নিপীড়ন আর অন্যায় করলে তোমার মন ভরবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি