কুষ্টিয়ায় একদিনে আরও ১৩ কোভিড রোগীর মৃত্যু
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) কুষ্টিয়া সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর হাসপাতালে ৪ জন, কুয়াখালীতে ২ জন, খোকসায় ১ জন, মীরপুরে ১ জন, ভেড়ামারায় ২ জন, দৌলতপুরে ৩ জন রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩২ জন পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫.৩৮%।