ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর পড়ে আকিজ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।গতকাল রোববার (৪ জুলাই) রাত ১০টার দিকে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকার বাসিন্দা।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আক্কাস আলী জানান, দ্রুতগতির একটি ট্রাক শৈলকুপা থেকে হাটফাজিপুল যাওয়ার পথে গোবিন্দপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।