করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে দেশে জারিকৃত কঠোর বিধিনিষেধে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের চতুর্থ দিনে অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ রোববার (৪ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। কঠোর এই লকডাউনে অযথা ঘরের বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা ছাড়াও শপিংমল, দোকানপাট, গণপরিহন বন্ধ রাখা হয়েছে।