ভেড়ামারা থানা পুলিশের পৃথক অভিযানে স্ত্রীকে নির্যাতনকারী ও যৌন নিপীড়নকারী ২ জন গ্রেফতার করেছে ভেড়ামারা থানা।
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল জনাব মোঃ ইয়াছির আরাফাত মহোদয়ের তত্ত্বাবধানে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমানের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ইং-০৩/৭/২০২১ তারিখ দিবাগত রাতে ভেড়ামারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে স্ত্রীকে যৌতুকের জন্য মারপিট করার অভিযোগে আসামি মোঃ ফরিদুল ইসলাম (৪৭) কে গ্রেফতার অপরদিকে প্রতিবেশীর স্ত্রীকে যৌন নিপীড়নকারী মোঃ লালন হোসেন কে গ্রেফতার করা হয়। উভয় ঘটনায় ভেড়ামারা থানায় পৃথক ২ টি মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজসহ সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।