অন্যায় করলে আফসোস ছিল না। সেলিব্রিটির অভিনয়ের শিকার হয়ে গেলাম। সামাজিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম’- চিত্রনায়িকা পরীমনির ও মাদক মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর কথাগুলো বলেছেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হওয়ার পর শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বড় রকমের ভিকটিম হলাম। এইভাবে ভুক্তভোগী হবো ভাবি নাই। জীবনে কোনোদিন হাজত দেখিনি। হাজত দেখলাম। ১৮ দিন জেল-হাজতে কাটিয়েছি ১২ দিনই রিমান্ডে। অন্যায় করলে আফসোস ছিল না। নিজের উপর ওঠা সব অভিযেগ অস্বীকার করে এই ব্যবসায়ী বলেন, আমি ছাত্র রাজনীতি করে এসেছি। ঢাকা ইউনিভার্সিটির একটি হলের জিএস ছিলাম। সেখানেও দীর্ঘদিন রাজনীতি করেছি। সব জয়গায় দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে কেউ কখনো অভিযোগ করেনি।
তার বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির অভিযোগের বিষয়টি সামনে এনে বলেন, ‘সেলিব্রিটির অভিনয়ের শিকার হয়ে গেলাম। সামাজিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। যদি অপরাধ করতাম তাহলে ভাবতাম অপরাধ করে ফেসেছি। কিন্তু বিনা অপরাধেই সামজিকভাবে সম্মান হানি হলো। আশা করি তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে।’
উল্লেখ্য, গত ১৩ জুন চিত্রনায়িকা পরীমনির অভিযোগের প্রেক্ষিতে নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে উত্তরার একটি বাসা থেকে মাদকসহ আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিমান বন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর গত ১ জুলাই পুলিশের করা মাদক মামলায় জামিনের পর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান নাসির। এর আগেরদিন পরীমনির করা হত্যা ও ধর্ষণ চেষ্টার মামলায় তাকে জামিন দেয় ঢাকার একই আদালত
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি