পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি। তারপর টানা দুই বছর ধরে গণধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের তরুণী। শেষে আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইনে। তবে এবার টনক নড়েছে পুলিশের। ভারতের রাজস্থানের অলয়ারের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। খবর আনন্দবাজারের।
২০১৯ সালের এপ্রিল মাসে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই তরুণী। তাকে সেই সময়েই অপহরণ করেন বিকাশ ও ভুরু জাট নামে দুইজন। অলওয়ারের এসএমডি সার্কেল থেকে তাকে অপহরণ করে। এরপর তিনজন মিলে তাকে ধর্ষণ করে। তখন মালাখেরা থানায় অভিযোগ দায়ের করতে যান ওই তরুণী। কিন্তু অভিযোগ নেয়নি পুলিশ।
তারপর থেকে টানা দুই বছর ওই নারীকে ধর্ষণ করতে থাকে ধর্ষকরা। নির্যাতিতাকে ব্ল্যাক মেইল করা শুরু হয়। ভয় দেখিয়ে বলা হয়, ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। সম্প্রতি এক সপ্তাহ আগে গৌতম সাইনি নামে এক ব্যক্তি ভিডিওটি ওই তরুণী পাঠিয়ে দেখা করতে বলেন। দেখা না করলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন।
এর দুইদিন পর তিনি ইন্টারনেটে ভিডিয়োটি ছড়িয়ে দেন। এই ভিডিও প্রকাশ পাওয়ার পরই পুলিশ নড়েচড়ে বসে। অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি