কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় কারারক্ষী শাহিনুর ১৮৭ পিস ইয়াবাসহ আটক
কারারক্ষী শাহিনুর ইসলাম ইয়াবাসহ কারাগারে প্রবেশের সময় আটক,,গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করা হয়।
আটক কারারক্ষীর নাম শাহিনুর ইসলাম (২৮)। তিনি ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকার আবদুল জলিল-এর ছেলে। শাহিনুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার সৈয়দ সায়েম হোসেন জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম বাইরে থেকে কারাগারে প্রবেশ করছিলেন। এই সময় আরপি গেটের কারারক্ষীরা তল্লাশি করে। এই সময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ শাহিনুরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ইয়াবাসহ আটকের পর তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি