কুষ্টিয়া মিরপুরে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে।গতকাল সোমবার মিরপুর সদরপুর ইউনিয়নের কাতলামারীতে গরুর হাট বসে।এর আগে রোববার দুপুর ১২ টায় গরুর হাট বসবে জানিয়ে মিরপুরে মাইকিং করে প্রচার চালাই হাট ইজারাদারের লোকজন।কাতলামারীর স্থানীয় বাসিন্দা এনামুল নিশ্চিত করে জানায়, সকাল ১০টায় হাট শুরু হয়, বিকেল ৪টা পর্যন্ত হাট চলে।কুষ্টিয়া জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ থাকার পরও গরুর হাট বসে কিভাবে।এব্যাপারে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়া এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেইএবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, আমি জানতাম না, সকাল বেলা নিষেধ করে কুষ্টিয়া গিয়েছি।পরে এসে শুনতে পারি কাতলামারীতে গরুর হাট বসাইছে। জানার পর নিষেধ করলাম হাট বন্ধ করে দিতে। বিকেল ৪টার দিকে এসিল্যান্ড রাকিবুল হাসানকে হাটে পাঠানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।মাইকিং হয়েছে এটা আমার জানা নেই। কেউ আমাকে জানায় নাই বলে তিনি জানান।তিনি এ বিষয়ে বলেন, এটাতো করার সুযোগ নাই। কারণ পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে হাট বন্ধ। তাহলে মাইকিং করবে কেন।মিরপুর সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ররিউল হক এবিষয়ে বলেন, হাট বন্ধ হয়ছে কবে সেটাও আমি জানতাম না। আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। আজ (সোমবার) তিনটার পর ইউনিয়ন পরিষদে যাওয়ার পর জানতে পারি হাট বসেছে। প্রশাসন কে জানিয়েছেন কিনা, এ বিষয়ে তিনি বলেন, হাট বসেছে এ ব্যপারে কারও সাথে কথা বলি নাই। এখানে হাট বসে এটা সবাই জানে।