অঙ্গীকার ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ২জন আহত হয়েছেন।
শনিবার ২৬ জুন রাত নয়টায় মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেশিনগরে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,বেশীনগরের তানজেল জোয়ার্দ্দারের ছেলে নুর ইসলামের দোকানে তার আপন মেজো ভাই রফিজুল বসে ছিলেন।এমতাবস্থায় বেশীনগরের বাহার জোয়ার্দ্দারের ছেলে বেল্টু জোয়ার্দার ও শহিবুল জোয়ার্দ্দার তার ১২/১৩ জন লোকের দল বল নিয়ে দোকানে হঠাৎ আক্রমন চালায়।এতে রফিজুল ও নুর ইসলাম আহত হয়।
আহতদের অভিযোগ-আক্রমনকারি লোকজন তাদের গরু বেচার দেড় লক্ষ টাকা ও দোকানের দামী মালামাল লূটপাট করে নিয়ে যায় এবং দোকানের মালামাল ভাংচুর করে।
তাছাড়া রফিজুল ও নুর ইসলামকে দোকানের মধ্য থেকে টেনে হিচড়ে রাস্তায় এনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে আহত করে।
আহত ব্যক্তিগন মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।মামলার প্রস্তুতি চলছে।