কুষ্টিয়ার খোকসা উপজেলায় গাজা বিক্রি ও অনৈতিক কাজের জন্য রুম না দেওয়াকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় নারীসহ দুইজন আহত হয়েছে।
২৪জুন বৃহস্পতিবার বিকেল চারটায় সময় শিল্পী খাতুন ও লুৎফর রহমান নামের দুই ব্যক্তির ওপর হামলা করে বলে প্রতিবেশীরা জানান।
ভ্ক্তুভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিজ ফিল্ড এর পাশে লুৎফর রহমানের বাড়িতে প্রতিবেশী সলিম গাঁজা বিক্রি করার জন্য রুম চাই। লুৎফর রহমান রুম না দিলে প্রতিবেশী সলিম তার দলবল নিয়ে লুৎফর রহমানের বাড়িতে হামলা চালায়। লুৎফর রহমানের বাড়ির গেট ভেঙে সলিম, শহিদুল, মুজাম, আব্দুল গংরা বাড়িতে থাকা লুৎফর রহমানের স্ত্রী শিল্পী খাতুন কে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। তার চিৎকার শুনে বাড়ির পাশে থাকা তার স্বামী লুৎফর রহমান ছুটে আসলে সলিম গংরা লুৎফর রহমানের উপরও এ হামলা চালায়।
পরবর্তী সময়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে খোকসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিল্পী খাতুন চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ আছে উক্ত অভিযুক্তরা মাদক বিক্রি, সেবন সহ নারী নিয়ে অনৈতিক কান্ডের সাথে জড়িত আছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুনেছি শিল্পী খাতুনও লুৎফর রহমান নামক ব্যক্তিদেরকে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায় ও মারধর করেছে। শিল্পী খাতুন নামে এক নারী থানায় অভিযোগ করতে এসেছিলো। তবে থানাতে থাকা অবস্থানে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে।
লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।