আজ ২৩/০৬/২০২১ তারিখে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সমগ্র কুষ্টিয়া জেলায় কঠোর বিধি-নিষেধ (লকডাউন) আরোপ সংক্রান্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে ও তফসিলভূক্ত অন্যান্য আইনে কুষ্টিয়া জেলা শহর, কুষ্টিয়া পৌরসভাধীন এলাকা ও বিভিন্ন উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।
# আজ কুষ্টিয়া জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্যাদি নিম্নরুপঃ
*মোবাইল কোর্ট অভিযানঃ ০৯ টি
*মামলার সংখ্যাঃ ৮৯ টি
*অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ ৮৮ জন
*কারাদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ ০১ জন
*আদায়কৃত জরিমানার পরিমানঃ ২,৪১,৭৫০ /- টাকা
# যেসব আইনে আজ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছেঃ
১। সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮
২। দন্ডবিধি,১৮৬০
৩। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
৪। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৯
৫। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০
জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷
Post Views: 93