অঙ্গীকার ডেস্ক// নাম: রিক্তা দাস। ঠিকানা: হাউজিং বি-ব্লক কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আমি একটি অস্থায়ী সামান্য বেতনের চাকুরী করে কোন রকম সংসার চালায়। আমার স্বামী মৃত, আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে। আমার দুইটি মেয়ে নিয়ে কোনোরকম খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। হটাৎ করে আমার প্রচুর পেটে ব্যাথা হচ্ছিলো। আমি নিউ সান ডায়াগনস্টিক এ ডাঃ হোসেন ইমাম কে দিয়ে দেখিছিলাম। রিপোর্টে আসছিলো ওভারীতে টিউমার হয়েছে । এর জন্য ডাঃ হোসেন ইমাম কে দিয়ে অপারেশন করিয়েছি কিন্তু টিউমার টা এতো খারাপ অবস্থাই আছে যে টিউমারটাকে উঠিয়ে আনতে পারেনি। নারীর সাথে এমন ভাবে পেচিয়ে আছে এবং মাজার মধ্যে চলে গেছে ওটা মেশিন ছাড়া ওঠানো সম্ভব না জানান তাঁরা। এটার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি বাঁচতে চাই। আমার সাহায্যের প্রয়োজন। এখন এটা ঢাকা পিজি অথবা ভারত ছাড়া সম্ভব না। আমার দ্বারা ঢাকা পিজি হাসপাতাল বা ভারতে চিকিৎসা করা বা যাওয়ার মতো সামর্থ্য নাই। তাই আপনাদের কাছে আমি সাহায্যের আবেদন করছি। যোগাযোগ নং - ০১৭৭৭৩৩১৪৭০ (বিকাশ)
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি