প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ১০:৪০ পি.এম
বটতৈলে আরিফ ও ফারুক কর্তৃক স্বপ্না ও তার নাবালক শিশুকে নির্যাতন
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈলে দক্ষিন পাড়ায় শরিফুলের স্ত্রী স্বপ্না খাতুন (৪০) ও তার নাবালক শিশুকে বেধর মারপিট করার অভিযোগ উঠেছে। সেই সাথে প্রাণনাশের হুমকী দিল একই এলাকার মফর শেখের ছেলে আরিফ(২৯) ও ফারুক (৩১)। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দ্বায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয় দীর্ঘ দিন যাবৎ প্রতিবেশীর সাথে কারণ অকারনণে ঝগরা বিবাদ করতে থাকে। গত ১৮-০৬-২১ইং তারিখে রাকিব নামের একজনের মোবাইল চুরি হওয়া দেখে ফেলে স্বপ্নার ছেলে স্বপ্নীল (১১)। স্থানীয় মন্ডল মাতবরদের নিয়ে বসাবসি করলে ঘটনা সত্য প্রমানিত হয়।
তারি জের ধরে গত ২০-০৬-২১ তারিখে জনির দোকানের সামনে জনসম্মুখে লাঠিসোঠা দিয়ে বেধর মারপিট করতে থাকে স্বপ্না খাতুনকে। তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর কুষ্টিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করার পর থেকে আরো চড়াও হয়ে ওঠে এবং প্রাণ নাশের হুমকি দিতে থাকে, এই বিষয় কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অসহায় পরিবাকে সাহায্য সহ সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দাবি জানিয়েছে ভুক্তভোগির পরিবার।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি