জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই লিটন বিশ্বাস জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ মিরপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মিরপুর থানাধীন চারুলিয়া গ্রামস্থ জনৈক আজগর আলীর মুদি দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই লিটন বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ ইং ২০/০৬/২০২১ খ্রিঃ তারিখ ১৬:০৫ ঘটিকার সময় চারুলিয়া গ্রামস্থ জণৈক আজগর আলীর মুদি দোকানের সামনে রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সন্দেহ হওয়ায় কং/৬৭৫ মোঃ তারিকুজ্জামান তাহাকে ধৃত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এসআই লিটন বিশ্বাস ধৃত ব্যক্তি মোঃ এনামুল হক(৩৮), পিতা- মৃত ভাদু মন্ডল,সাং- চারুলিয়া(পুরাতন মসজিদপাড়া),থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে তল্লাশীকালে তাহার পরিহিত লুঙ্গির বাম কোচর হইতে সাদা পলিথিনে মোড়ানো ২০ গ্রাম হেরোইন এবং ডান কোচর হইতে মাদক বিক্রয়ের ১৫০০/-টাকা আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ইং ২০/০৬/২০২১ খ্রিঃ তারিখ ১৬:১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এতদ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।