অঙ্গীকার ডেস্কঃ কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়ন থেকে মৃত নাজিম শেখ র’ পুত্র নাজমুল হোসেন (৩২)নামে এক মাদক ব্যবসায়ী কে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে আটক করা হয়।
২১ জুন সোমবার বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় ইউনিয়নের কলমমোড় মাঠপাড়া থেকে ৭ শ’ গ্ৰাম গাঁজা ও গাঁজা মাপার যন্ত্র সহ আটক করা হয়।
কুষ্টিয়া মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। কুমারখালী থানার নাজমুল কে সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে থানার একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২৭ তারিখ ২১/৬/২০২১।