ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও হয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই শাখার ক্যাশিয়ারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়।বংশাল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সরকার আজ শুক্রবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ইমরান ও রিফাত।
এসআই প্রদীপ কুমার সরকার বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বংশাল শাখায় ইন্টার্নাল অডিটে যান। গিয়ে তাঁরা দেখেন, পৌনে চার কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কর্মকর্তারা ব্যাংকের ক্যাশিয়ার ও ভল্ট রক্ষককে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে আমাদের থানায় ফোন করেন।’এসআই বলেন, ‘এরপর ওসি স্যারসহ আমি ব্যাংকে যাই। গিয়ে অডিট কর্মকর্তারাসহ আটক দুজনকে থানায় নিয়ে আসি। তাঁরা এখনও থানায় আছেন। আমরা তাঁদের দুদকে হস্তান্তর করব। এ বিষয়ে দুদকে একটি অর্থ আত্মসাতের মামলা হবে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।