অঙ্গীকার ডেস্ক- ত্যাগী কর্মীদের বাদ দিয়ে বিবাহিত, অছাত্রদের কমিটিতে রাখার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির ১০ জন পদ প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার বিকেলে শাখা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী ও বর্তমান আহবায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ সাংবাদিকদের সাথে অনলাইন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। পদ প্রাত্যাখ্যানকৃতরা হলেন, যুগ্ম-আহবায়ক- আনোয়ার পারভেজ, শাহানুর হোসেন, আহসান হাবীব, সবুজ হোসেন, মেহেদী হাসান হিরা এবং সদস্য-ওসমান আলী, সাব্বির হোসেন, রাফসান জনি শাওন, মাহামুদুল হাসান মৃদুল, মিঠুন হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে আনোয়ার পারভেজ বলেন, নবগঠিত কমিটির আহবায়ক সাহেদ আহম্মেদ ২০০৮ সালে নিজ বান্ধবীকে পেশাব খাওয়ায়। এ অভিযোগে ওই সময় ১ বছরের জন্য বিভাগ থেকে বহিস্কারও হয় সে। এছাড়াও পারভেজ অভিযোগ করেন, অনেক কর্মী আছেন যারা বিভিন্ন সময়ে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে কারাবরণ করেছে অথচ পদ পায়নি। কমিটিতে যুগ্ম-আহবায়ক ও সদস্য পদ পাওয়া ১০জন কর্মীকে কোন কর্মসূচিতে কখনই দেখা যায় নি। অথচ পদ পেয়ে আছেন। এতে ত্যাগীরা বঞ্চিত হয়েছে। এছাড়াও কমিটিতে কয়েকজন পদপ্রাপ্তরা অছাত্র আর বিবাহিত। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করলাম।নবগঠিত কমিটির আহয়ক সাহেদ আহম্মেদ বলেন,‘ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সব কিছু তদন্ত করে কমিটি দিয়েছে। সুতরাং যথোপযুক্ত কমিটিই হয়েছে। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ২০০৮ সালের। পরেও ২০১০ সালেও বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠিত হয়। অভিযুক্ত হলে তখনই কমিটি থেকে বাদ পড়ে যেতাম।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি