কুষ্টিয়া মডেল থানাধীন মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী, এএসআই আসাদ ও এএসআই শাহিন, ও জগতী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান মুন্নু সহ সংগীয় ফোর্সের পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেফতার করা করেছে। পুলিশ সুত্রে জানা যায়, মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলীর নেতৃত্বে এএসআই আসাদ ও এএসআই শাহীন, কন্সট্রেবল শ্রী অমিত কুমার পাল মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন ২০২১ ইং তারিখ বিকাল ৫ টার সময় শহরতলীর হাউজিং চাদাগাড়ার মাঠ কুষ্টিয়া মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মুল্য (৪,৮০০) টাকা, সহ মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা- মোঃ সমশের আলী, সাং- লাহিনী বটতলা পশ্চিমপাড়া, থানা ও জেলা কুষ্টিয়াকে গ্রেফতার করে। অপরদিকে কুষ্টিয়া মডেল থানাধীন জগতী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান মুন্নুর নেতৃত্বে কন্সট্রেবল মোঃ জিনারুল ইসলাম, কন্সট্রেবল মোঃ বিপ্লব হোসেন মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে ১৫ জুন সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন এলাকা বটতৈল পুলিশ বক্সের পাশে অভিযান পরিচালনা করে ১ কেজি গাজা সহ আসামী ১। মোঃ জিয়াউর রহমান (৩৮),পিতা -মৃত মক্কর আলী, সাং- কুতুবপুর, থানা-দামুরহুদা,জেলা-কুষ্টিয়া ও আসামী ২। মোঃ রনি সরকার (২৮) পিতা- মৃত সামসুল সরকার, সাং- কুঠিবয়রা, থানা- চুয়াপুর,জেলা- টাঙ্গাইল কে গ্রেফতার করা হয়৷ পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে কুষ্টিয়া মডেল থানায় প্রেরন করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।