মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির হুঁশিয়ারি কুষ্টিয়ায় হার্টস বাংলার বৃক্ষরোপণ কর্মসূচী কুষ্টিয়ার মিরপুরে ৪৪০ বস্তা অবৈধ সার জব্দ অবৈধ ফিটনেস বিহীন ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়ে অঙ্গহানীর শঙ্কায় -বাসার মিরপুরে স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় ০৫ জন পলাতক আসামি গ্রেফতার। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে: সাবেক এমপি শহীদুল ইসলাম আমি নেতৃত্ব দিয়েই কুষ্টিয়া থানা ভাঙছি’ এটা আমার আবেগী বক্তব্য -মাজেদ দৌলতপুরের ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বহিষ্কার শিক্ষক লাঞ্ছিত হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষনা বৈষম্য বিরোধীদের চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

কুষ্টিয়ায় এক বিদ্যুতের মিটারে দুইটা বিল…! বিল পরিশোধ করেছেন দুই জন গ্রাহক..!!

কুষ্টিয়া অফিস // / ১১৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১, ৪:১৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় একটি বিদ্যুতের মিটারের দুইটা বিদ্যুতের বিল করা হয়েছে সেই দুইটা বিদ্যুতের বিল পরিশোধ করেছেন দুইজন গ্রাহক ।কুষ্টিয়া সদর উপজেলায় বটতৈল ইউনিয়ন কবুরহাট মিয়াপাড়া তে নাজমুল মন্ডল নামের এক গ্রাহকের বিদ্যুতের বিল এসেছে দুইটা। তার মিটার নং ৭৫৯৯৩৬। দুইটা বিল এর কাগজ একটি নাজমুল মন্ডল এর বাড়িতে দিয়ে যায়। আর একটি বিল এর কাগজ যায় মিটার নং ৭৫৯৯৩৬এইটাও নাজমুল মন্ডল এর নামে বিল দিয়ে যায় পলাশ এর বাড়িতে। পলাশ বলেন আমি ভেবেছিলাম যে আমার মিটারের বিল তাই আমি গত মাসের ২৭মে কুষ্টিয়া অগ্রণী ব্যাংক মজমপুর শাখাতে দিয়ে আসি। আর নাজমুল মন্ডল সে গত মাসের ২৫শে মে কুষ্টিয়া জনতা ব্যাংকে গিয়ে বিল দিয়ে আসে। নাজমুল মন্ডল বলেন একই মিটারে ২টা বিল কিভাবে আসে।আবার আমরা গ্রামের অশিক্ষিত মানুষ। কার নাম সেটা তো দেখি নাই। কিন্তু আমাদের প্রশ্ন যে আমরা ২জন ২ব্যাংকে গিয়ে বিল দিয়ে এসেছি।যখন ২৫তারিখ নাজমুল নামে বিল পরিশোধ হয়েছে।তারপর সেই বিল আবার ২৭তারিখে নেই কিভাবে?তারা বলেন আমরা কুষ্টিয়া বিদ্যুৎ অফিসে নিবাহী প্রোকৌশলীর ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের কিছুই করার নাই। আমরা এই নাম্বারে ০১৩০৫-৭৭২৬৯৫যোগাযোগ করি। পলাশ বলেন আমার এই জুন মাসে দুই মাসের বিল একসাথে এসেছে।কিন্তু আমি আমার মিটার জোসনা খাতুন নামে গত মাসে কোন বিল এর কাগজ পাইনি।পেয়েছিলাম নাজমুল মন্ডল এর বিল সেটা আমি ব্যাংকে দিয়ে এসেছিলাম।পলাশ বলেন আমি আজ বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম তারা আমাকে জানান এই মাসে আপনি বিল দেবেন না।আমরা সামনে মাসে কম করে বিল করে দেবো। বটতৈল ইউনিয়নের কবুরহাটে কদমতলার এক গ্রাহক সাংবাদিক অর্পণ মাহমুদ জানান, তার নতুন বাসার জন্য একটি নতুন বিদ্যুৎ এর মিটার লাগানো হয়। সে মিটারে হটাৎ করে ৫৪ ইউনিট এর স্থলে বিদ্যুৎ এর বিল আসে ২৬৫ ইউনিটের। পরে তিনি মিটারের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে কর্তকর্তারা এমন ভুতরে বিল করার জন্য দু:খক প্রকাশ করেন এবং প্রতি মাসে সর্বনিম্ন বিদ্যুৎ বিল করে তা সমন্বয় করা হবে বলে তাকে জানান । বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে বিল করার কথা থাকলেও তা করা হয় না। বিদ্যুৎ অফিসের লোকজন অফিসে বসেই খেলাল খুশিমতো ভুতুড়ে বিল করে ছেড়ে দেন এমন অভিযোগ অনেক গ্রাহকের। মিটারে বিল না উঠলেও দ্বিগুণ কখনো বা তিনগুন বেশী বিল গুনতে হয় গ্রাহকদের। এ ছাড়া এর প্রতিকার চেয়ে বিদ্যুৎ অফিসে গেলেও নানাভাবে গ্রাহকদের হয়রানী করা হয়।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর