কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামের সাইফুল ইসলাম ছয়ফরের ছেলে,মকছেদ আলী কোম্পানীর নাতী হৃদয়কে আঘাতজনিত শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে ।তথ্য মতে জানা যায় গত ০৪/০৬/২০২১ ইং তারিখে হৃদয়ের মরদেহ বালিয়াশিশা মাঠপাড়া রেল লাইনের পাশে আব্দুর রাজ্জাকের পুকুর থেকে মিরপুর থানা পুলিশ হৃদয়ের লাশ উদ্ধার করে উপমৃত্যু মামলা নং ১৮/২০২১ মূলে রাতেই ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন । গত ০৫/০৬/২০২১ ইং বেলা ২.৩০ ঘটিকার সময় হৃদয়ের মরদেহের ময়নাতদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে ।পারিবারিক সূত্রে জানা যায় গত ১৪/০৬/২০২১ ইং তারিখে ময়নাতদন্তের রিপোর্ট মিরপুর থানায় আসার পর মিরপুর থানা পুলিশ যখন জানতে পারে হৃদয়কে আঘাতজনিত শ্বাস রোধ হত্যা করা হয়েছে তখনি মিরপুর থানা পুলিশ ব্যাপক তদন্ত করে হৃদয়কে হত্যার সাথে জড়িত সন্দেহে বালিয়াশিশা মাঠপাড়া গ্রামের চম্পা খাতুন স্বামী ওমর আলী, আরিফুল ইসলাম আশা ও হাসান আলী উভয় পিতা ওমর আলী, এবং শামিম হোসেন পিতা-সাদ আহম্মেদ উভয় সাং বালিয়াশিশা , মিরপুর, কুষ্টিয়া নামের চার জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।এব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন প্রতিবন্ধী হৃদয় হত্যার সাথে যারাই জড়িত থাক না কেন সঠিক ভাবে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে ।